ঝিনাইদহ অফিস :
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে এসে বাস গুলি যখন ঝিনাইদা বাসস্ট্যান্ডে দাঁড়ায় সেখানে একটি যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনির ভিতর চলছে জুয়ার আড্ডা। োএই বর্তমান সময়ের করোনাভাইরাস কেউ ভয় পাচ্ছে না এই অসাধু জুয়াড়িরা মনে হচ্ছে এদের মধ্যে কোন আতঙ্ক নেই। এই যাত্রী ছাউনির ভিতর দুই পাশে দুটি তক্তা দিয়ে বেড়া দিয়ে এর ভিতর চলছে জুয়া মনে হচ্ছে এদের কেউ দেখছে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি মানুষের ঘরে খাবার নেই তারপরও এই জুয়াড়িদের মনে কোন চিন্তাও নেই এরা নিশ্চিন্তে খেলছে জুয়া বিষয়টি যাতায়াতের মাঝখানে পথচারীরা দেখে পথচারীরা মনে করে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। এক পথচারী জুয়া খেলতে দেখে ডেকে নিয়ে গেলে এক সাংবাদিক জুয়ার আডডা টি ভেঙে দেন। এবং তাদের ছবি তুলে রাখেন।এবং সাবধান করে দেন যাতে আর কখনো জুয়া না খেলেন।ভবিষৎ কোনোদিন জুয়া খেললে তাদের পুলিশে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন।
