ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় দুই কেজি গাঁজাসহ মুজিবার রহমান (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে তার বাড়ি থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। মুজিবার রহমান উপজেলার ব্যাংদাহ গ্রামের শফিউল্লাহর ছেলে।
ঝিকরগাছা থানার এএসআই আনিসুর রহমান জানান, রবিবার রাত আড়াইটার দিকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন মাদক কারবারি মুজিবার বাড়িতে গাঁজাসহ অবস্থান করছে। ঘণ্টা খানেক মধ্যে অভিযান চালিয়ে মুজিবার রহমানকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মুজিবার রহমান মাদক কারবারি। তার নামে ২০১২ সালেও মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আজ মিন্টুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।
