হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছার শংকরপুরে ভিজিডির চাউল আত্বসাৎ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

ঝিকরগাছার শংকরপুরে ভিজিডি কার্ড হারিয়ে গেছে এই মর্মে মিথ্যা জিডি করে চাউল আত্নসাত করার অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, ঝিকরগাছা শংকরপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী তাজকুরা খাতুনের নামে একটি ভিজিডি কার্ড আছে।সে ঐ কার্ডে দীর্ঘ ৬ মাস যাবৎ চাউল উত্তোলন করে আসছে। হঠাৎ বেশ কয়েকদিন হলো শংকরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি আলেয়া খাতুন অন্যন্যো সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে কার্ডটি ফেরত চাই।

তাজকুরা কার্ড দিবেনা বলে আলেয়াকে সাফ জানিয়ে দেয়। এসময় মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন কৌশল করে কার্ডটি হারিয়ে গেছে এই মর্মে থানায় একটি জিডি করে এবং চাউল তুলে আত্বসাত করে আসছে। গত সোমবার সকালে তাজকুরা চাউল তুলতে গেলে মহিলা ইউপি সদস্য চাউল উত্তোলন করেছে বলে জানতে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আলেয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে আমি মেম্বারের জা বলে ফোনটা কেটে দেন।

শংকরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন জানান,কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করেছে ইউপি সদস্য আলেয়া বেগম সেটা জানি।তবে চাউল আত্বসাতের বিষটি আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান,এ ব্যপারে অভিযোগ হয়েছে কিনা আমি জানিনা। তবে অপর এক সাংবাদিকের মাধ্যমে শুনেছি একটা অভিযোগ হয়েছে। দেখে তবে আমি আপনাকে জানাবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন