ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সমগ্র বিশ্ব যখন দিশেহারা ঠিক তখনও থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক চোরাচালানী। মাদকের ভয়াবহতা থেকে দেশ ও দেশের আগামী প্রজন্মকে রক্ষার জন্য সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত অহরহ।
তারই ধারাবাহিকতায় ২১ মে-২০২১ রোজ শুক্রবার বিকালে যশোর জেলার ঝিকরগাছা থানার কুলবাড়িয়া এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১২০০ ( একহাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পুর্বকোটা গ্রামের আলী হোসেন’র ছেলে বায়োজিদ হোসেন (২৫) ও যশোরা জেলার শার্শা থানার শামটা গ্রামের মৃত আমিনুল হক’র ছেলে মেহেদী হাসান (২৮)’কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৪ লক্ষ বিশ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।