হোম ফিচার ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে জামানত হারালেন চার মেয়র প্রার্থী

তাজমুল, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত হারান।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আমানুল কাদির টুল্লু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন এক হাজার ১০ ভোট। যুবলীগ কর্মী ইমতিয়াজ আহমেদ শিপন মোবাইল প্রতীকে পেয়েছেন ৫৮৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী উদ্ভাবক আব্দুল্লাহ আল সাঈদের রেল ইঞ্জিন প্রতীকে ১ হাজার ১১ ভোট এবং জাহাঙ্গীর আলমের চামচ প্রতীকে ৮৯ ভোট পড়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। যদিও তিনি সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। অন্যথায় নির্বাচন অফিসে জমা দেওয়া তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সেই হিসাবে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের চারজন মেয়র প্রার্থী তাঁদের জামানত রক্ষা করতে পারেননি। রোববারের নির্বাচনে ঝিকরগাছা পৌরসভায় ২৫ হাজার ৯৩৯ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৭ হাজার ৪৭৪। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রার্থী ইমরান হাসান সামাদ নিপুণ পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন