অনলাইন ডেস্ক:
ঝালকাঠির রাজাপুরে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৃণাল (২৭) শুক্তাগড় এলাকার প্রয়াত রনজিৎ মিস্ত্রীর ছেলে।
মৃণালের স্বজনদের বরাতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মৃণাল রাতে ঘরের পাশে বের হলে মুখোশপরা দুর্বৃত্তরা তাকে ধরে গোপনাঙ্গ কেটে দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায়। পরে বরিশাল থেকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, মৃণাল মিস্ত্রী টিউশনি ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।