ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে (২৮ অক্টোবর)শুক্রবার বিকেলে ঝালকাঠি শেখ রাসেল পৌর মিনি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনালে স্থানীয় শাহিনা এন্টারপ্রাইজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাবখান ধানসিঁড়ি লায়ন ক্লাব। খেলায় ধানসিঁড়ি লায়ন ক্লাবে স্টাইকারসহ দুজন বিদেশি খেলোয়াড় অংশ নেন।
লিগ পদ্ধতির এ টুর্নামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল।ফাইনালে দর্শকের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো। মাঠে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ ছিল। জমকালো এ অয়োজনে দর্শকও মুগ্ধ হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি হাতে তুলে দেন।
