জাতীয় ডেস্ক:
ঝালকাঠিতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে মো. সামিউল ইসলাম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার হয়। সে জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
শিশুর পরিবার জানায়, বৃহস্পতিবার (২২ জুন) সকালে বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। দিন-রাত খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু একদিন থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।