হোম বরিশালঝালকাঠি ঝালকাঠিতে ট্রাক দুর্ঘটনাস্থল পরিদর্শনে আমির হোসেন আমু এমপি

ঝালকাঠিতে ট্রাক দুর্ঘটনাস্থল পরিদর্শনে আমির হোসেন আমু এমপি

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি :

ঝালকাঠির গাবখান সেতুতে ট্রাক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। এ সময় আমির হোসেন হোসেন আমু হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন। (১৭ এপ্রিল) বুধবার দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, দুপুর ২টার দিকে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে যানবাহনগুলোকে নিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় ট্রাকচালক আল আমিন হাওলাদার ও তার সহকারী নাজমুল শেখকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিমেন্টবোঝাই ট্রাকটিও।

এ দিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন