হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডা.ফারহান তানভীর তনু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প,কৃষি,মৎস্য সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ইউ ডিএফ কর্মকর্তা মোঃ ইমরান আলী। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন