হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাঁঠালিয়ায় সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাঁঠালিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

কাঁঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুজবিুর রহমান মৃর্ধা, রড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার সেচ্ছা সেবক লীগের যুগ্ম-আহব্বায়ক নাসির উদ্দিন মৃর্ধা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এসএম ফায়জুল আলম ছিদ্দিকী ফিরোজ, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার, রাজাপুর উপজেলা মহিলা লীগের নেত্রী সোনিয়া রহমান, সাংবাদিক মো. আবদুল হালিম, মো. ফারুক হোসেন খান প্রমূখ।

কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভায় বক্তারা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন