হোম রাজনীতি জয়ের অর্থ-সম্পদ বেড়েছে কয়েকগুণ

রাজনীতি ডেস্ক:

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নগদ অর্থসহ সকল ধরনের সম্পদ বেড়েছে কয়েকগুণ। গত দশ বছরে নগদ টাকা তিন গুণ, ব্যাংকে জমা বেড়েছে প্রায় ৯ গুণ। এছাড়াও বিভিন্ন সম্পদ বেড়েছে।

হলফনামা বিশ্লেষণে জানা গেছে, ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া আরিফ খান জয় দেখিয়েছিলেন ১২ লাখ ১৪ হাজার ২৭৮ টাকা। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে অর্থাৎ দশ বছরে তা বেড়ে হয়েছে ৩২ লাখ ৬৯ হাজার ১১ টাকা। ব্যাংকে জমা দেখিয়েছিলেন ১৭ লাখ টাকা। এবার ২০২৩ সালে তা হয়েছে পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ মোট আমানত দেড় কোটি টাকা। যা আগের বারের প্রায় নয় গুণ বেশি।

ব্যবসা ক্ষেত্রেও দেখিয়েছেন চমক। ২০১৩ সালের হলফনামায় শূন্য দেখালেও এবার তাতে আছে ৯৫ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকা।

২০১৩ সালে স্ত্রীর নামে কোন সম্পদ বা অর্থ না দেখালেও এবার কয়েকটি ধাপে দেখানো হয়েছে ২৭ লাখ ৭০ হাজার টাকা। স্ত্রীর নামে উপহারের অলংকার রয়েছে ২০ ভরি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন