জাতীয় ডেস্ক :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর-দুপচাচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামের বাসিন্দা আবু নছরের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেলে ইউসুফ আলী গোপিনাথপুর থেকে আক্কেলপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে দুপচাচিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রাইভেটকারটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।
