হোম জাতীয় জ্বালানি তেলের প্রভাব পড়েছে পর্যটন খাতেও

জাতীয় ডেস্ক :

জ্বালানি তেলের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। সাজেকসহ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাবার ভাড়া বাড়িয়ে দিয়েছে পরিবহন মালিকরা। শুধু পরিবহনই নয় ভাড়া বাড়িয়েছে হোটেল মালিকরাও। এতে কমতে শুরু করেছে ভ্রমণপিপাসুদের আনাগোনা।

খাগড়াছড়ি ও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। আর সাজেক যাওয়ার একমাত্র পথ খাগড়াছড়ি। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর খাগড়াছড়ি ও সাজেকে যাতায়াতে প্রকারভেদে মালিকরা পরিবহন ভাড়া বাড়িয়েছে ভাড়া ১ হাজার থেকে ১৭শ টাকা পর্যন্ত। এছাড়া খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটেও বাড়ানো হয়েছে ৪শ থেকে ৫শ টাকা। পর্যটকদের অভিযোগ,খাগড়াছড়ি ও সাজেক ঘুরতে এখন তাদের ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা বাড়তি গুণতে হচ্ছে।

খাগড়াছড়ি জীপ মালিক সমিতির লাইন সম্পাদক অরুণ কুমার দে জানান, তেলের দাম যে পরিমাণ বেড়েছে সে তুলনায় পরিবহন ভাড়া বাড়ানো হয়নি।

এছাড়া খাগড়াছড়ি হোটের মালিক সমিতির সহ-সভাপতি স্বপন কুমার দেবনাথ বলেন, তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে পর্যটন শিল্পে প্রভাব পড়েছে।

জেলা পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রতি বছর খাগড়াছড়িতে ৫০ থেকে ৬০ হাজার পর্যটক আসেন। এ খাত থেকে বছরে ২শ থেকে আড়াইশ কোটি টাকা আয় হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন