হোম জাতীয় জো বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

জো বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

জাতীয় ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিটি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়েছে-এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করতে এ বৈঠক।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে সেনাবাহিনী নির্যাতনে পালিয়ে আসা, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, গাজায় যুদ্ধ বিরতি কার্যকর করা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি ও র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের কারণে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ঢাকা-ওয়াশিংটন।

প্রসঙ্গত: জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসের ১ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস থেকে চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়। ওই চিঠিতে বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জানান প্রেসিডেন্ট বাই‌ডেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করার বিষয়ে, আমি আমার প্রশাসনের আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানাতে চাই।

চিঠিতে সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাসের কথা উল্লেখ করে বাইডেন, আঞ্চলিক, বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। দুই দেশের জনগণের মধ্যে মজবুত সম্পর্কই আমাদের সম্পর্কের বুনিয়াদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন