স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে হট ফেবারিট ভারতকে চার উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একটি শিরোপার সামনে বাংলাদেশের যুবারা। ভারতকে হারানোর পর প্রশংসায় ভাসছেন জুনিয়র টাইগাররা। এবার সিনিয়র টাইগারদের থেকে অভিনন্দন বার্তা পেলেন ভারত বধ করে ফাইনালে জায়গা করে নেওয়া শিবলি-আরিফুররা।
এই মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখান থেকেই ভিডিও বার্তাও অনূর্ধ্ব ১৯ দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। ভিডিও বার্তায় জুনিয়রদের অভিনন্দন জানানোর পাশাপাশি ট্রফি নিয়ে ফেরার সাহস জুগিয়েছেন সিনিয়র দলের ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও আপলোড করে জানানো হয়েছে অভিনন্দন। সেই ভিডিওতে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘‘সবাইকে অভিনন্দন। তোমরা খুবই ভালো খেলেছো। কোচিং স্টাফসহ সবার অনেক পরিশ্রমে বাংলাদেশ দল ভালো একটা জায়গায় আছে। আর একটি ধাপ বাকি। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে আমরা ট্রফি উপহার দিতে পারি। গত কয়েক মাস তোমরা অনেক পরিশ্রম করেছো। ফাইনালের জন্য শুভকামনা। আশা করছি সেখানেও তোমরা অনেক ভালো ক্রিকেট খেলবে।’
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তাওহীদ হৃদয়ও সাহস যুগিয়েছেন জুনিয়র টাইগারদের। তিনি বলেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপ জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি কখনও এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের ফাইনালে আমরা হেরেছিলাম। আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাল্লাহ।’
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। দারুণ বিশ্বকাপ কাটালেও শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি তার। জুনিয়রদের সাহস দিয়ে মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব।’
শুভকামনা জানিয়েছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জিতা। সবাইকে অনেক অনেক শুভকামনা।’
আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। একই দিনে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।