জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। এতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঐ প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২ মে) রাতে বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে এ মিছিল বের করেন চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার।
শুক্রবার (৩ মে) ওই প্রার্থীকে শোকজ করেন নির্বাচন অফিসার।
শোকজে বলা হয়, ঘোড়া মার্কার প্রার্থী মোতালেব হাওলাদার আচরণ বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে সমর্থকদের নিয়ে দুটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন যা নির্বাচন বিধিমালার লঙ্ঘন। নির্বাচনী আইনে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণি ব্যবহার করা নিষিদ্ধ।
বিষয়টি নিয়ে মোতালেব হাওলাদারকে লিখিত জবাব দিতে বলা হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার জানান তিনি শোকজ নোটিশ পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. েশাহীন শরীফ জানান, ওই প্রার্থীর কর্মী সমর্থকরা ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে মিছিল বের করেছেন। এ নিয়ে তাকে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে।