হোম আন্তর্জাতিক জীবনযাত্রার মান বাড়াতে কাজ করছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

অর্থনৈতিক বিকাশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছে উত্তর কোরিয়া।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের অনুপস্থিতিতে স্থায়ী কমিটির চেয়ারম্যান চো রিয়ং হে পার্লামেন্টে এ কথা জানান। এ অবস্থার মধ্যেই উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নতুন ঘাঁটি তৈরি করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

করোনা মহামারিতে গেল বছর বিশ্বের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ে। নিম্ন আয়ের উত্তর কোরিয়াতেও দেখা দেয় মন্দা।

সংকট সমাধানে দেশটির পার্লামেন্টে দুই দিনব্যাপী আলোচনায় অর্থনৈতিক অবস্থা ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের কথা জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টের বৈঠকে দেশেটির সর্বোচ্চ নেতা কিম জং উংয়ের অনুপস্থিতিতে নেতৃত্ব দেয় দেশটির স্থায়ী কমিটির চেয়ারম্যান চো রিয়ং হে। এসময় তিনি শিশুর যত্ন ও বিদেশি নাগরিকের সুরক্ষার ব্যপারে পাঁচ থেকে থেকে সাত বছরের প্রকল্পের কথা জানান।

এদিকে অর্থনৈতিক দিক দিয়ে মন্দার মাঝেও নতুন করে দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ঘাঁটি তৈরি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চীন সীমান্তের কাছে একটি গোপন ঘাঁটি তৈরি করেছে পিয়ংইয়ং। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন