হোম খুলনাসাতক্ষীরা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা যুবদলের দোয়া অনুষ্ঠান 

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা যুবদলের দোয়া অনুষ্ঠান 

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক, সাবেক কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্ট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদ উদ্দিন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন এবং মো. আলিমুজ্জামান আলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা খোরশেদ আলম, জিয়াউর রহমান, উজ্জ্বল কুমার সাধু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবসহ সদর উপজেলা, পৌর, ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন