হোম খেলাধুলা জিতলেই বড় লাফ দেওয়ার সুযোগ মুস্তাফিজদের

খেলাধূলা ডেস্ক :

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচে জিতলেই ছয় থেকে পয়েন্ট টেবিলের চারে উঠে আসবে রিশভ পন্ত বাহিনী।

৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি আছে এখন ছয়ে। টেবিলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানগুলোতে আছে লখনৌ, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদের মধ্যে লখনৌর পয়েন্ট ১২। হায়দরাবাদ ও বেঙ্গালুরু দু’দলের পয়েন্টই ১০ করে। দিল্লি আজ জয় পেলে তাদের পয়েন্টও হবে ১০। তখন স্থান নির্ধারণে বিবেচনায় আসবে রানরেট। রানরেটে হায়দরাবাদ ও বেঙ্গালুরু দু’দলের চেয়েই এগিয়ে রয়েছেন ফিজরা। হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির রানরেট যথাক্রমে +০.৬০০, -০.৫৫৮ ও +০.৬৯৫।

নিজেদের আগের দেখায় লখনৌর বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল দিল্লি। ৩ উইকেটে দিল্লির দেওয়া ১৫০ রানের টার্গেটে খেলতে নেমে ২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় লোকেশ রাহুলের দল। ওই ম্যাচে ৮০ রান করে ম্যাচসেরা হয়েছিলেন লখনৌর কুইন্টন ডি কক।

দিল্লি একাদশ

পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশভ পন্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, চেতান সাকারিয়া, কুলদীপ যাদব ও মুস্তাফিজুর রহমান।

লখনৌ একাদশ

কুইন্টন ডি কক, লোকেশ রাহুল, দীপক হোদা, মার্কাস স্টোইনিস, আইয়ুস বাদোনি, ক্রুনাল পান্ডেয়া, কৃষ্ণাপা গৌতম, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, মহসিন খান ও রবি বিষ্ণু।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন