হোম রাজনীতি জিএম কাদেরকে এক হাত নিলেন ওবায়দুল কাদের

জিএম কাদেরকে এক হাত নিলেন ওবায়দুল কাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

রাজনীতি ডেস্ক:

সংসদের বিষয়ে বলার শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক হাত নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে এলেন কেন জানতে চান তিনি। তার মতে, সংসদে নিয়ম লঙ্ঘন করেছেন জিএম কাদের।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি, জিএম কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে ফ্লোর নিয়ে মঙ্গলবার সংসদে জিএম কাদের যা বলেছেন তা তিনি উদ্বোধনী অধিবেশনে বলতে পারেন না। বিষয়টা হলো ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা হয়নি। তিনি নিয়ম লঙ্ঘন করে এটা করেছেন। কথা বলার সময়-সুযোগ আরও আছে। তিনি পরেও বড় বক্তৃতা করতে পারতেন।’

বিএনপির কালো পতাকা কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের কর্মসূচিতে জনগণের সমর্থন নেই। অনুমতি ছাড়া বিএনপি রাজপথে কালো পতাকার নামে ফ্রি স্টাইলে চলবে আর আমরা হাতগুটিয়ে বসে থাকবো সেটা ভাবার সুযোগ নেই।’

মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়ে কাদের বলেন, ‘মনোনয়ন চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেয়ার সুযোগ খুব কম। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।’

‘মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, স্বতন্ত্র থেকে ১০টি মিলিয়ে ৪৮ জনকে মনোনয়ন দেয়া হবে,’ যোগ করেন তিনি।

নতুন সরকারকে দুর্নীতিগ্রস্ত বলা টিআইবির বিএনপির সুরে কথা বলছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সংস্থাটির অভ্যন্তরে কোনো দুর্নীতি হয় কিনা সেটি অনুসন্ধান করা উচিত।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন