বিনোদন ডেস্ক :
বলিউডের মিষ্টি মেয়ে জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেই মনজয় করে নিয়েছিলেন দর্শকের।সহজ-সাবলীল অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন গুণীজনদেরও।
এবার এই অভিনেত্রী হাজির হন বলিউডের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’এ। সেখানেই করণ জাহ্নবীর সব গোপন কথা কৌশলে জেনে নেন।
নায়িকার প্রেমজীবন নিয়ে উৎসাহের অন্ত নেই ফ্যানেদের। অথচ জাহ্নবী কাপুরের মনের গোপন কথা ফাঁস হলো সম্প্রতি। কফি উইথ করণের মঞ্চে শ্রীদেবী কন্যা স্বীকার করে নিয়েছেন চুপিচুপি কোন অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল স্টক করেন তিনি। করণের কথা প্রসঙ্গে জাহ্নবী জানিয়ে দেন রাহুল খান্নার প্রোফাইলে চুপিচুপি চোখ রাখেন তিনি। ‘ধড়ক’ নায়িকার কথায়, ‘রাহুলের মধ্যে একটা ব্যাপার আছে। ওর মধ্যে একটা এনার্জি আছে। খুব হট!’
জাহ্নবীর কাছে এমন প্রশংসা শুনে কী প্রতিক্রিয়া রাহুলের? সংবাদমাধ্যমের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত রাহুল।
তিনি বলেন, ‘আমি ওই এপিসোড দেখিনি, যদিও আমাকে জাহ্নবীর এ মন্তব্য সম্পর্কে অনেকে জানিয়েছে। জাহ্নবী খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে কখনো দেখা হয়নি আমার। তবে ওর বাবাকে আমি খুব ভালোভাবে চিনি।’
পাশাপাশি রাহুল আরও জানান, জাহ্নবীর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে পরিচয় ছিল তার। রাহুলের বাবা বিনোদ খান্নার একাধিক ছবির নায়িকা শ্রীদেবী। এক শ্যুটিং সেটেই বিনোদ-পুত্রের সঙ্গে ভাব জমিয়েছিলেন শ্রীদেবী।
তথ্য: হিন্দুস্তান টাইমস