হোম জাতীয় জালভোট দিচ্ছিলেন ৬ নির্বাচন কর্মকর্তা, হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

জালভোট দিচ্ছিলেন ৬ নির্বাচন কর্মকর্তা, হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচনে জালভোট দেয়ার সময় ছয় নির্বাচন কর্মকর্তাসহ সাতজনকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১টার দিকে নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম, কামাল উদ্দিন, পোলিং কর্মকর্তা সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, শহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন ও স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কেন্দ্রে জালভোট দিচ্ছিলেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ছয় কর্মকর্তা। বিষয়টি হাতেনাতে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। পরে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক সাতজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন