হোম খেলাধুলা জাপানের বিপক্ষে হেরে সেমির সমীকরণ সহজ করল স্পেন

ফুটবল বিশ্বকাপ :

কাতার বিশ্বকাপে হট ফেবারিট দলগুলোর মধ্যে দুর্দান্ত শুরু ছিল কেবল স্পেনের। কিন্তু কোস্টারিকার জালে ৭ গোল দেওয়া স্প্যানিশদের ছন্দপতন হয় পরের দুই ম্যাচেই। শঙ্কা জেগেছিল আসর থেকে ছিটকে যাওয়ারও। তবে শেষ পর্যন্ত জার্মানি তাদের শঙ্কা দূর করে উপহার দেয় শেষ ষোলো। এদিকে জাপানের বিপক্ষে ২-১ গোলের হারে শুধু রাউন্ড অব সিক্সটিন নয়, কোয়ার্টারেও সহজ প্রতিপক্ষ পাচ্ছে গাভিরা। সহজ হয়েছে তাদের সেমিফাইনালের সমীকরণ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) কাতারে এক নাটকীয় রাতের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ফেবারিটে তকমা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দেওয়া ইউরোপের দুই জায়ান্ট স্পেন ও জার্মানি গ্রুপ পর্ব থেকেই একই সময়ে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে ছিল।

‘ই’ গ্রুপের সমীকরণ এমন ছিল যে, স্পেন হারলে বাদ পড়বে জার্মানি। আবার জার্মানির সঙ্গে স্পেনও যদি হারে তাহলে তারাও বিদায় নেবে। এমন সমীরকণে একই সময়ে মাঠে গড়ানো ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত জাপানের বিপক্ষে স্পেন ও কোস্টারিকার বিপক্ষে জার্মানি সমান ২-১ গোলে পিছিয়ে ছিল।

শেষ পর্যন্ত জার্মানি ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় তুলে নিলেও, ২-১ গোলে হেরে যায় স্পেন। আর তাতে আসর থেকে বিদায় নেয় জার্মানরা। স্পেনের সমান ৪ পয়েন্ট তাদের ঝুলিতে থাকলেও ,তারা পিছিয়ে পড়ে গোল ব্যবধানে।

এদিকে শেষ ম্যাচ হারায় গ্রুপে রানার্স হয়ে শেষ ষোলোতে পা রাখে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কো। গ্রুপ সেরা হলে তাদের দেখা হতো গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে। কেবল এতেই নয়, পরের ধাপেও ছিল সহজ হিসাব। ব্রাজিল নিজেদের গ্রুপে সেরা হলে এবং দ্বিতীয় রাউন্ডেও জিতলে কোয়ার্টার ফাইনালে দেখা মিলত স্পেন-ব্রাজিল ম্যাচের। স্পেনের দ্বিতীয় হওয়ায় সেই সম্ভাবনাও শেষ।

তাই সেমিফাইনাল পর্যন্ত ২০১০ সালের চ্যাম্পিয়নদের রাস্তা আপাতত সহজই। তবে মরক্কোকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না স্প্যানিশ অধিনায়ক সার্জিও বুসকেতস। কারণ তারা বিশ্বের দ্বিতীয় সেরা দল বেলজিয়ামকে হারিয়েই শেষ ষোলোতে পা রেখেছে। তার ওপর অপেক্ষাকৃত দুর্বল জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে স্পেন। তাই আত্মবিশ্বাসেও পড়েছে কিছুটা ভাটা।

বুসকেতস বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম ও প্রথম হতে চেয়েছিলাম। আমরা ব্র্যাকেটের অন্য পাশে চলে গেছি। কিন্তু নিশ্চিত করে বলা যায় না কোন দিকটা সহজ, কোনটা কঠিন। আমরা এটা (জাপানের জয়) হতে দিতে চাইনি, আমাদের জেতার অভিসন্ধি ছিল। শেষ ষোলোতে আমরা মরক্কোর বিপক্ষে খেলব, যা খুবই কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’

এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী ৬ ডিসেম্বর মরক্কোর বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে মাঠে নামবে স্পেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন