হোম খেলাধুলা জানা গেল বিপিএলের প্রাইজমানি

জানা গেল বিপিএলের প্রাইজমানি

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের দশম আসর প্রায় শেষের দিকে। আগামী শুক্রবার (১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। বিপিএল শেষের একদিন আগে জানা গেল টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটেগরির প্রাইজমানি।

রাউন্ড রবিন লিগ এবং প্লে-অফ ম্যাচের সেরা ক্রিকেটারকে ১ লাখ টাকা করে দেয়া হলেও ফাইনাল ম্যাচের জন্য এই পুরস্কারের মূল্যমান বাড়ানো হয়েছে। ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। পুরো টুর্নামেন্টজুড়ে ভালো ফিল্ডিংয়ের স্বীকৃতিস্বরূপ একজন ক্রিকেটার পাবেন ৩ লাখ টাকা পুরস্কার।

সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারির জন্য থাকছে আলাদা পুরস্কার। বিপিএলের দশম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৪৫৩ রান করেছেন তামিম। তরুণ তারকা তাওহীদ হৃদয়ও আছেন লড়াইয়ে। ৪৪৭ রান করে তামিমের ঘাড়েই নিশ্বাস ফেলছেন তিনি।

সবচেয়ে বেশি উইকেট শিকারি পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার শরিফুল ইসলাম। তার দল দুর্দান্ত ঢাকা অনেক আগেই বাদ পড়লেও এখন পর্যন্ত তার ২২ উইকেট টপকাতে পারেননি কেউ। শরিফুলকে টপকে যেতে হলে শেষ ম্যাচে ৯ উইকেট পেতে হবে বরিশালের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। এই পুরস্কারের জন্য লড়াই হতে পারে দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে। দুজনেই ভালো অবদান রেখেছেন নিজ নিজ দলের হয়ে। তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স এবং লিটন দাসকেও এই প্রতিযোগিতার বাইরে রাখা সম্ভব নয়।

দশম আসরের রানার আপ দল পাবে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের অর্থপুরস্কার ২ কোটি টাকা। শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনাল ম্যাচে মাঠে নামবে কুমিল্লা-বরিশাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন