হোম অন্যান্যসারাদেশ জাতীয় শোক দিবস পালনে মণিরামপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারি সুমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, সদস্য সুরাইয়া আক্তার, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার প্রমূখ।

সভায় যথাযোগ্য মর্যাদায় এবং স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে একই স্থানে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন