হোম রাজনীতি জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে ইসির তলব

রাজনীতি ডেস্ক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গাইবান্ধা-১ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সহকারী জজ ওবায়দুল হক রুমি আজ শনিবার (২ ডিসেম্বর) এই নির্দেশ দেন।

নোটিশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে এই মর্মে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা নম্বর ২৯, গাইবান্ধা-১ নম্বর (সুন্দরগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে একজন পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর বিগত ৩০/১১/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর একটি মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও, মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৮(খ), বিধি ১০(ক) এবং বিধি ১২ নং-এর বিধান লঙ্ঘন করেছেন।’

আরও বলা হয়, ‘আপনি কেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর উল্লেখিত বিধানাবলি লঙ্ঘন করেছেন তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ০৩/১২/২০২৩ তারিখ রোববার বিকেল ৩টার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন