হোম জাতীয় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তত বিজিবি, জানালেন মহাপরিচালক

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি কঠোর করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে সমানতালে কাজ করছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে কুমিল্লায় বিবিরবাজার ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পরিদর্শনকালে এই প্রস্তুতির কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এ সময় তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী এবং বিস্ফোরক দ্রব্যসহ অনেক কিছু আসে। সেসব প্রতিরোধে বিবিরবাজারসহ সারা দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে হত্যা আমরা কেউ চাই না। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানিয়ে থাকি। গত ৪ থেকে ৫ মাস ধরে সীমান্ত হত্যা অনেকটা কমে এসেছে । আমাদের মূল উদ্দেশ্য, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন