হোম খুলনাসাতক্ষীরা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। কারও কণ্ঠে দেশ প্রেমের গান, কারও আবৃত্তিতে ভাষার সৌন্দর্য, আবার কারও অভিনয়ে উঠে আসে সমাজ ও জীবনের নানা গল্প।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজ বাবু, শহিদুল ইসলাম, শ্যামল সরকার, ইন্দ্রজিত সাধু, প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুনসহ শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এসময় বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যান্ত জরুরি। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশ তৈরি করে যেখানে শিখন আর সৃষ্টির বন্ধন আরও দৃঢ় হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন