নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী, আলোচনাসভা ও হেলমেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনেয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকারসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করতে হবে। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নিতে হবে। বক্তারা এসময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করেন এবং তাঁর দ্রæত সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সেখানে দশ জন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।
