হোম খেলাধুলা জাতীয় দল ছাড়তে কামিন্স ও হেডকে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!

জাতীয় দল ছাড়তে কামিন্স ও হেডকে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টাকার মোহে হারিয়ে যাচ্ছে দেশের প্রতি দায়িত্ববোধ। এখন অনেক খেলোয়াড়ই জাতীয় দলের জার্সির চেয়ে বেছে নিচ্ছেন টাকার খেলা। সেই ধারায় এবার প্রলোভন পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও তারকা ব্যাটার ট্রাভিস হেডও।

অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে ১০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি) প্রস্তাব দিয়েছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। তবে শর্ত ছিল—জাতীয় দল ছেড়ে পুরো বছর খেলতে হবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ।

পত্রিকাটি জানিয়েছে, প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে দেওয়া না হলেও এটি ছিল অত্যন্ত প্রভাবশালী। দুজনকেই বলা হয়েছিল, জাতীয় দলের হয়ে আর খেলতে পারবেন না, যদি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেন। তবে কামিন্স ও হেড কেউই এতে রাজি হননি।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ট্রাভিস হেড বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় দলে খেলা সবসময়ই বড় ব্যাপার। আমি এটিকে গর্বের জায়গা হিসেবে দেখি, টাকার সঙ্গে এর তুলনা চলে না।

কামিন্স এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তিনিও জাতীয় দলে অগ্রাধিকার দিয়েছেন বলে জানা গেছে। দুজনই বর্তমানে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে, প্রস্তাবটি হায়দরাবাদ থেকেই এসেছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে বিশ্বের অনেক খেলোয়াড়ই এখন জাতীয় দলের চেয়ে আইপিএল বা অন্যান্য লিগকে প্রাধান্য দিচ্ছেন। তবে কামিন্স ও হেডের মতো ক্রিকেটাররা দেশপ্রেম ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন