অনলাইন ডেস্ক:
জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ফরেন সার্ভিস একাডেমিতে বিকালে ব্রিফিংটি হয়।
প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে সংলাপ করবেন। আগামীকাল (বুধবার) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে একটি ডায়লগে আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।
আগামীকাল বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।