হোম খুলনাসাতক্ষীরা জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও স্বরণসভা

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও স্বরণসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু রোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকালে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ভোকেশনাল ট্রেনিং সেন্টার অডিটোরিয়াম মিলনায়তনে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ডা. ম্যান্ডি করিম এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
স্মৃতিচারণ ও স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক একরামুল কবির খান প্রমুখ।
স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ও প্রচার সচিব ডা. সুমন চৌধুরী, সাংগঠনিক সচিব মো. সামসুজ্জামান, ডা. অনন্যা হালদার, ডা. সুব্রত বিষ্ণু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম প্রকল্প প্রধান চৌধুরী আলী মুর্ত্তুজা, ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সুধাকর বিশ্বাস, যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পরভেজ, এম জামান খান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন প্রমুখ। এছাড়াও সাতক্ষীরা আঞ্চলিক, ভিটিসি, থমাস ইভ্যনিং স্কুল, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শাফায়াত শামীম ও থমাস ইভ্যনিং স্কুলের প্রশিক্ষক জাহানারা খাতুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন