হোম জাতীয় জলবায়ু পরিবর্তন: সমস্যা সমাধানে বাংলাদেশ রোল মডেল হতে চায়: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন: সমস্যা সমাধানে বাংলাদেশ রোল মডেল হতে চায়: পরিবেশমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

জাতীয় ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমরা অস্তিত্ব সংকটের দিকে ধাবিত হব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে রসায়ন শাস্ত্রে গ্লোবাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ড. মাজহারুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মেধার চেয়ে বড় কিছু থাকতে পারে না। আমাদের সব সম্পদের সমন্বয় ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন মেধা।’

তিনি বলেন, ‘আমরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি তখন আমরা একটা কথা বলি: আমরা শুধু ভিকটিম না, সমস্যা সমাধানে আমরা রোল মডেল হতে চাই।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা নতুন নীতিমালায় একটা বিষয় উল্লেখ করছি, যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটি হলো গবেষণা। এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’

তিনি বলেন, তাপমাত্রা যদি ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমরা অস্তিত্ব সংকটের দিকে ধাবিত হব। তাই আমাদের গবেষণায় জোর দিতে হবে।

তিনি বলেন, ‘বায়ুমান দূষণে আমরা শীর্ষে। বাংলাদেশে যারা বায়ুদূষণ করে তাদের আমরা তেমন কিছু বলি না। অসংখ্য অনিবন্ধিত ইটভাটা বায়ুদূষণ করছে। যে হারে শব্দদূষণ হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। নিয়ম আছে বিধি আছে, কিন্তু সেগুলো আমরা কার্যকর করতে পারছি না।’

শুধু জরিমানা করে পরিবর্তন আনা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরিবর্তন আমাদের নিজেদের হতে হবে। সরকারের একার পক্ষে পরিবর্তন আনা কখনোই সম্ভব নয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন