হোম জাতীয় জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলেরা!

জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই ছেলের নামে জমি লিখে না দেয়ায় বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন ৮০ বছর বয়সী এক বাবা। নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ায় আইনের সহায়তা পেতে দুই ছেলের নামে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রজব আলী (৮০) এবং তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে। শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় এসে দুই ছেলের নামে অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম জমি লিখে নেয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু লিখে না দেয়ার কারণে গত ১০ আগস্ট তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার ছেলেরা।

স্থানীয়রা জানায়, জমি লিখে না দেয়ায় বৃদ্ধ রজব আলীর ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

বিষষটি জানা না থাকলেও নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে। সঠিক বিচার হওয়া উচিত।

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন