চন্দন চৌধুরী, বিশেষ প্রতিবেদক:
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহমুদা খাতুন নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে ফাঁসাতে নিজেদের ঘরে আগুন লাগিয়ে উল্টো থানায় এজাহার দায়ের করেছে হামলাকারীরা।
গতকাল রোববার(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
উল্লেখ্য আহত ওই নারীর স্বামী হাফিজুর রহমান ও হামলাকারী মোঃ ইউসুফ গাজী সম্পর্কে আপন ভাই। তাদের পিতা মৃত আহমদ আলী গাজী।
ভুক্তভোগী মাহমুদা খাতুনের স্বামী হাফিজুর রহমান জানান, তার বড়ভাই ইউসুফের সাথে প্রায়ই তাদের জমিজমা সংক্রান্ত বিষয়ে বচসা চলে আসছিলো। তাদের একটি পরিত্যক্ত ভবন সম্প্রতি ভেঙে ফেলা হয়। সেই ইট দিয়ে দুই ভাইয়ের বাড়ির সীমানা সংলগ্ন রাস্তাটি মেরামত করার প্রস্তাব দেন তিনি। এতে তার ভাই ইউসুফ ক্ষিপ্ত হন। গতকাল সকালে ইউসুফ ইটগুলো বিক্রয় করতে চাইলে তিনি পুনরায় রাস্তা মেরামতের কথা বললে ইউসুফ তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে স্ত্রী মাহমুদা খাতুন এগিয়ে এলে তার মাথায় ও বুকে লাঠি দিয়ে আঘাত করে ইউসুফ ও তার দুই ছেলে ইসমাইল ও ইউনুস। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অভিযোগ করে হাফিজুর রহমান বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) সকালে ইউসুফ তার নিজের ব্যবহৃত একটি কাঠের ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং এ ব্যাপারে হাফিজুরকে দোষী সাব্যস্ত করে থানায় এজাহার দাখিল করে।
হাফিজুর রহমান আরও জানান, বেশ কয়েকবছর আগে তিনি সৌদি আরবে থাকাকালীন তার বাবা মায়ের কাছ থেকে কৌশলে দেড় বিঘা সম্পত্তি লিখে নেয় তার ভাই ইউসুফ। এরপর ইউসুফের বড়ছেলে ইসমাইল তার কাছে জমিটি বিক্রয় করে। কিন্তু কিছুদিন পর ভাই ইউসুফ এতে অসন্তুষ্ট হয় এবং ইউনিয়ন পরিষদ ও কালিগঞ্জ থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে সালিশ বসানো হলে এতে ইউসুফ দোষী বলে প্রমানিত হয়।
ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন জানান, হাফিজুর ও ইউসুফ নামের দুই ভাইয়ের মধ্যে প্রায়ই বচসা হয়ে থাকে। বেশ কয়েকবার তাদেরকে ইউনিয়ন পরিষদের সালিশে আসতে হয়েছে। প্রতিবারই হাফিজুর নির্দোষ প্রমানিত হয়েছেন।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ এবাদ আলী জানান, যেহেতু দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সেহেতু বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। ইউসুফ নামের ওই ব্যক্তি তার ঘর পোড়ানোয় একটি এজাহার দাখিল করেছেন। প্রতিপক্ষ চাইলে মামলা করতে পারে।