খেলাধূলা ডেস্ক :
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠছে আজ (২০ নভেম্বর)। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দলগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেছে। এর সঙ্গে পর্যটকরাও স্বাগতিকদের মাটিতে ভিড় জমিয়েছেন। এখন ব্যস্ত সময় পার করছে দেশটি।
উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বাইত স্টেডিয়ামে। বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞরা দর্শক মাতাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ অনেকেই পারফরম্যান্স করবেন। বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
মাসকট প্রদর্শন
চলতি বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। এর অর্থ ‘সুপার-স্কিলড প্লেয়ার’ বা ‘অতি দক্ষ খেলোয়াড়’।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।
বিশ্বকাপের ২২তম আসরের প্রথম ম্যাচ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ হবে দেশটির আল বায়াত স্টেডিয়ামে। এদিন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
