জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মঞ্জু। বুধবার (২০ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন।
মনজুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টা। এছাড়া তিনি ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতি, মাগুরা এর উপ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতো প্রাচীন বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে আমাকে নির্বাচন করায় সবার প্রতি কৃতজ্ঞ। সকলের মাঝে ঐক্যবোধ সৃষ্টি ও পরস্পরের সহযোগিতায় নিজেকে নিয়জিত রাখার চেষ্টা করব।’