হোম অন্যান্যসারাদেশ জবি চারুকলা অনুষদের প্রথম ডিন আলপ্তগীন

জবি চারুকলা অনুষদের প্রথম ডিন আলপ্তগীন

কর্তৃক Editor
০ মন্তব্য 156 ভিউজ

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহা. আলপ্তগীন। তিনি বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান।

নিয়োগের বিষয়টি আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর নিশ্চিত করেছে। এর আগে এ মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীনকে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক মোহা. আলপ্তগীন ১১ জানুয়ারি হতে পরবর্তী দুই বছরের জন্য চারুকলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৪ জানুয়ারি যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য নামে তিনটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চারুকলা বিভাগকে ভেঙে এ তিনটি বিভাগ করা হয়।
এছাড়া চারুকলা অনুষদের আনুষ্ঠানিক যাত্রায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন নবনিযুক্ত ডিন মোহা. আলপ্তগীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন