হোম আন্তর্জাতিক ছয় দফা ভোটেও স্পিকার হতে পারলেন না ম্যাককার্থি

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা কাটছেই না। বুধবার (৪ জানুয়ারি) স্পিকার নির্বাচনের ষষ্ঠ দফার ভোটেও নিজ দলের সদস্যদের বিরোধিতার কারণে লজ্জাজনকভাবে হেরে যান রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি। খবর বিবিসির।

নানা নাটকীয়তায় ভরপুর যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোট। ১৯২৩ সালের পর স্পিকার নির্বাচন নিয়ে এবারই প্রথম এত জল্পনা। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোটাভুটির আয়োজন করা হয়। ষষ্ঠ দফার ভোটেও লজ্জাজনকভাবে হেরে যান রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি।

স্পিকার নির্বাচিত হতে ২১৮ ভোটের প্রয়োজন হলেও নিজ দলের সদস্যদের বিরোধিতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন তিনি। এদিন আর কোনো ভোটাভুটি না করার আহ্বান জানান কেভিন ম্যাককার্থি। পরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৃহস্পতিবার (৫ জানুযারি) পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার তৃতীয়বারের মতো ভোটাভুটি হলেও স্পিকার নির্বাচনের প্রয়োজনীয় সদস্যদের সমর্থন পেতে ব্যর্থ হন ম্যাকার্থি। পান ২০২ ভোট। ম্যাককার্থি মার্কিন স্পিকার পদে যোগ্য নয় উল্লেখ করে তাকে সমর্থন দেয়া থেকে বিরত থাকেন নিজ দলেন অন্তত ২০ জন সদস্য।

ট্রাম্পের দলে মধ্যপন্থি ও কট্টরদের লড়াই শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। তাই স্পিকার পদে দলের প্রার্থী ম্যাককার্থিও জিততে পারছেন না। মঙ্গলবার তিনবার এবং বুধবার তিনবার ভোটাভুটির পরও নয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আবারও ভোটাভুটি হবে। যতক্ষণ কেউ ২১৮ ভোট পেয়ে স্পিকার হতে না পারছেন, ততক্ষণ ভোটাভুটি চালু থাকবে। ম্যাককার্থি জানিয়েছেন, বুধবারের ভোট ফলপ্রসূ হয়নি। তবে ভবিষ্যতে ভোটে তিনিই জিতবেন। অর্থাৎ, তিনি আশা ছাড়েননি। ৫৭ বছর বয়সী ম্যাকার্থি দীর্ঘদিন ধরে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার চেষ্টা করছেন। এবার তিনি সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন।

গেল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হারিয়ে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পায় রিপাবলিকান পার্টি। বর্তমানে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান কংগ্রেসম্যান ২২২ জন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন