হোম অন্যান্যশিক্ষা ছয় দফা দিবস উপলক্ষে ইবি বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

ইবি প্রতিনিধি:

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার (৭ জুন) রাতে কুষ্টিয়াস্থ ইবি ক্লাবে এটির আয়োজন করে সংগঠনটি।

সভায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান , অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস ও অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান।

সভায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘ঐতিহাসিক ছয় দফা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর মধ্যেই স্বাধীনতার বীজ নিহীত ছিল। ছয় দফার সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এই প্রোগ্রাম।’

কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদককে ঐক্যবদ্ধ করার জন্য ইবিতে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এটি কেন্দ্র ঘোষিত কমিটি। আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবেন। ’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন