হোম ফিচার ছাত্রলীগের সমাবেশ: স্লোগানে মুখর সোহরাওয়ার্দী

রাজনীতি ডেস্ক:

স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সমাবেশে অংশ নিতে সংগঠনটির ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার ব্যানার আর রঙবেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার।

ভাদ্রের ভরদুপুরে ভ্যাপসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারো বিজীয় করতে কাজ করবে ছাত্রসমাজ।

নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে আগামীতে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীদের।

জাতীয় নির্বাচন কেন্দ্র করে যেকোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়া কথা থাকরেও কয়েক ঘণ্টা আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। আর নামাজের সময় হলে সমাবেশস্থলেই আদায় করেন জুমার নামাজ।

নামাজে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন