হোম জাতীয় ছাত্রকে নির্যাতনের পর টিসি, দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৮ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রকে নির্যাতনের পর টিসি দেয়ার ঘটনায় আদালতের মামলা করেছেন ছাত্রের বাবা আহসানউল্লা। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বাদীর আইনজীবী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১০ জুলাই) ছাত্রের পিতা আহসানউল্লা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতে মামলা করেছেন। আদালতের বিচারক তারেক আজিজ দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান বলেন, বিষয়টি শুনেছি। তবে আদালতের আদেশ এখনো আমরা পাইনি। আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১ লা জুন সকালে ইয়াছিন আরাফাত সজল নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম। এ ঘটনায় ওই ছাত্রের পিতা আহসানউল্লা বিচার চেয়ে শিক্ষকদের বিরুদ্ধে থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। প্রতিকার না পেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।

আহসানউল্লার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে মারধর করে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়েছে।

এ ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন জানিয়েছেন, ওইছাত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেছে। তাই তাকে শাসন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন