হোম অন্যান্য ‘ছাগলকাণ্ডের’ সেই ইফাতের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা

‘ছাগলকাণ্ডের’ সেই ইফাতের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

অনলাইন ডেস্ক:
গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। গত রবিবার (৮ ডিসেম্বর) আফরোজা নামে এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।

থানা সূত্রে জানা গেছে, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় অভিযুক্ত ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। গত ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের (১৬) ওপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ইফাতসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর সাত জনের বিরুদ্ধে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, কিশোর সোয়াদ তার এক বন্ধুর সঙ্গে বাসায় ফেরার পথে ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪/এ সড়কে ২৮ নম্বর বাসার সামনে আসেন। পরে একটি ভবনের ভেতরে নিয়ে রড ও হেলমেট দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত বছর ধানমন্ডিতে ইফাতের একটি গাড়ি চাপার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল আমার ছেলে। পুলিশের কাছে এঘটনা সম্পর্কে বলায় আমার ছেলেকে টার্গেট করে হামলা করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন