হোম জাতীয় ছন্দার মৃত্যু ‘আত্মহত্যা’ নয় হত্যা, দাবি রাবি শিক্ষার্থীদের

জাতীয় ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী ছন্দা রায়ের ‘আত্মহত্যা’র সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন,‘ আড়াই মাস আগে ছন্দার বিয়ে হয়। সদা হাস্যোজ্জ্বল ছন্দা কখনই ‘আত্মহত্যা’ করতে পারে না। এছাড়া সম্প্রতি যৌতুক নিয়ে ছন্দার স্বামীর পরিবার তার সঙ্গে ঝামেলা করছিল। পারিবারিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।’

নিহতের সহপাঠী সূত্রে জানা যায়, বিয়ের আড়াই মাস পার না হতেই পারিবারিক কলহের জেরে মারা গেছেন ছন্দা রায়। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকার ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী দাবি করেন, এটি ‘আত্মহত্যা’।

ছন্দার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্বামী বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হিসেবে কর্মরত। পুলিশ জানিয়েছে, অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন