খেলার সংলাপ :
শুরুতে জোড়া পেনাল্টি মিস, এরপর চোটের কবলে মাঠ ছাড়া। সব মিলিয়ে লিগ ওয়ানে মোঁপেলিয়েনের বিপক্ষে ম্যাচটা দুঃস্বপ্নই হয়ে থাকল পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য। টানা দুই ম্যাচে জয় বঞ্চিত থাকার পর মোঁপেলিয়েনকে ৩-১ গোলে হারিয়ে জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা
লিওনেল মেসির জ্বলে ওঠার রাতে চিন্তায় পড়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। কারণ চ্যাম্পিয়নস লিগে বার্য়ানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি কতটা গুরুতর সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। আর তাই বার্য়ানের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের খেলা নিয়েও জেগেছে শঙ্কা।
ম্যাচটিতে ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় পিএসজি। তবে মোঁপেলিয়েনের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে দারুণ নৈপুন্যে এমবাপ্পের সেই শট ঠেকিয়ে দেন। এরপর ম্যাচের ২১তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে আর খেলতে পারেননি ফরাসি তারকা। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় এই স্ট্রাইকারকে।
এই বিষয়ে ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ের বলেন, ‘এমবাপ্পের ইনজুরি কতটা গুরুতর, তা এখন বলা কঠিন। সতর্কতা মূলকভাবে তাকে তুলে নেয়া হয়েছে। তবে খুব বেশি গুরুতর বলে মনে হয়নি।’
এদিকে এমবাপ্পের পর পিএসজির জন্য দুশ্চিন্তা বাড়িয়েছে সেন্টার ব্যাক সার্জিও রামোসের ইনজুরিও। বার্য়ানের বিপক্ষে নকআউট ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে নিজেদের মাঠে বার্য়ানকে আতিথেয়তা দেবে ফরাসি জায়ান্ট পিএসজি।