হোম খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
শেষের পথে চ্যাম্পিয়নস ট্রফি। কেবল বাকী শিরোপা নির্ধারণী ম্যাচ। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবারের ফাইনালেও মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। এই নিয়ে টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড।

গেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। আইসিসির ভরসা অভিজ্ঞ এই দুই আম্পায়ারের ওপর। তারা দুজনেই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।

এই আসরের সেমিফাইনালেও ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন এই দুইজন। ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংউথ। পরের দিন লাহোরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে মাঠে আম্পায়ারের ভূমিকায় ছিলেন রাইফেল।

মাঠের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। এ দিন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন