হোম এক্সক্লুসিভ চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে জখম

জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে সোহাগ (২৮) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি টেইলার্সের কাটিং মাস্টার হিসেবে কাজ করেন।

সোমবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে একটি টেইলার্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সোহাগের বড় বোন ও টেইলার্সের মালিক পারভীন আক্তার জানান, সোহাগ তাদের টেইলার্সে কাটিং মাস্টারের কাজ করেন। এ ছাড়া দুজন কর্মচারীও আছেন। সোহাগ মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকেন।

তিন দিন আগে একই এলাকার সাগর নামে এক যুবকের কাছ থেকে চোরাই মোবাইল কেনেন সোহাগ। সেদিনই পুলিশ মোবাইল ট্র্যাকিং করে টেইলার্সে গিয়ে সোহাগকে আটক করে। তখন সোহাগ জানান, সাগরের কাছ থেকে মোবাইল কিনেছেন তিনি। এর জের ধরে সাগর ও সিরাজ নামে দুই যুবক সোমবার দোকানে ঢুকে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

তার চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় সাগর ও সিরাজ। তখন দোকানে থাকা দুই কর্মচারী সোহাগকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সোহাগের ডান হাতে ও পিঠের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত আছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন