হোম খেলাধুলা চোটে কাবু ইংল্যান্ড শিবিরে আবারও দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক :

আগামী বুধবার (২৫ আগস্ট) থেকে হেডিংলিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। তবে বাইশ গজে বল গড়ানোর আগেই দুঃসংবাদ ইংলিশ শিবিরে। কাঁধের চোটের কারণে খেলা হচ্ছে না দলটির অন্যতম বোলিং ভরসা মার্ক উডের।

লর্ডস টেস্ট চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন উড। তখন থেকেই শোনা যাচ্ছিল তাকে হয়তো তৃতীয় টেস্টে নাও দেখা যেতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল। শেষ পর্যন্ত হেডিংলিতে উডকে ছাড়াই খেলতে নামবে ইংল্যান্ড, সোমবার (২৩ আগস্ট) এমন সিদ্ধান্ত জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সেই সঙ্গে মেডিকেল দলের অধীনে উড নিজের পুনর্বাসন শুরু করবেন বলেও জানিয়েছে সংস্থাটি। ইসিবি জানায়, ‘উড দলের সঙ্গেই থাকবে। এছাড়া সে খুব দ্রুত মেডিকেল দলের অধীনে পুনর্বাসন শুরু করবে। হেডিংলি টেস্টের পর ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে আবারও বিবেচনা করা হবে।’

সিরিজের প্রথম টেস্টে না থাকলেও ব্রড চোটে পড়ায় লর্ডস টেস্টে দলে ফিরেছিলেন উড। সেই টেস্টের প্রথম ইনিংসে রিশভ পন্ত ও রবীন্দ্র জাদেজার উইকেট নিয়েছিলেন তিনি। পরের ইনিংসে ৫৫ রানের মধ্যে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে ভারতকে বেশ চাপে ফেলেছিলেন তিনি।

ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজে এরইমধ্যে ১-০ এগিয়ে রয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ শুরুর আগেই চোটের কারণে স্টুয়ার্ট বর্ড, জোফরা আর্চার, ক্রিস ওকসের মতো তারকা ক্রিকেটাররা ছিটকে গেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন মার্ক উড। বেন স্টোকসও সরে গেছেন, এমন অবস্থায় মার্ক উডের চোটের খবর সত্যিই চাপে ফেলেছে ইংল্যান্ড দলকে।

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন মার্ক উড। তারপর থেকেই সমস্যায় ছিলেন তিনি। অবশেষে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন