হোম জাতীয় ‘চেহারার মিল থাকায় চীনে পাচার হচ্ছে পার্বত্য জেলার তরুণীরা’

‘চেহারার মিল থাকায় চীনে পাচার হচ্ছে পার্বত্য জেলার তরুণীরা’

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

জাতীয় ডেস্ক:

এবার পাচারের টার্গেট পাহাড়ি নারীরা। নানান কৌশলে চীনে পাচার হচ্ছে পাহাড়ি তরুনীরা। এ পাচারের সঙ্গে জড়িত শক্তিশালী ২০ থেকে ৩০ টি চক্র। পাচার রোধে সরকারকে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পার্বত্য জেলার বাসিন্দারা।

শুক্রবার (৩১ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সচেতন জম্মু সমাজের ব্যানারে মানববন্ধন করে তিন পার্বত্য জেলার নৃগোষ্ঠীরা।

এসময় তারা দাবি করেন, বাংলাদেশের পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে চীনাদের চেহারার মিলের সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র উন্নত জীবনের লোভ দেখিয়ে পাহাড়ি পরিবারগুলোকে রাজি করাচ্ছে। এরপর তরুণী-কিশোরীদের পাচার করছে চীনে। এ পাচারের সঙ্গে বেশকয়েকজন পাহাড়িসহ শক্তিশালী চক্র জড়িত।

গত কয়েক বছরে ধরে অন্তত ৫০০ পাহাড়ি তরুণী চীনে পাচার হয়েছে বলে দাবি করছে পার্বত্য বাসিন্দারা।

মানববন্ধনে দাবি করা হয়,পাচার হওয়া এসব পাহাড়ি নারীকে চীনের যৌনপল্লীতে বিক্রিসহ করা হয় শারীরিক নির্যাতন। জীবন বাঁচাতে কেউ কেউ পালিয়ে দেশে ফিরে এসেছে দুঃসহ স্মৃতি নিয়ে। তাই এ পাচার রোধে সরকারের এখনই কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন